গোমাংস নিয়ে ভারতে চড়ছে উত্তেজনার পারদ

‘গরুর মাংস খেলে গলা কেটে নেব’ - প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে ভারতের কংগ্রেস শাসিত কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী এস সিদ্ধারামাইয়ার প্রতি এই হুঁশিয়ারি দিলেন কর্নাটক রাজ্য বিজেপির স্থানীয় এক নেতা। কর্নাটকের রাজ্য বিজেপির ওই নেতার নাম এস এন চান্নাবাসাপ্পা।
আজ মঙ্গলবার কর্নাটকের এক জনসভায় দাঁড়িয়ে বিজেপি নেতা এস এন চান্নাবাসাপ্পা বলেন, ‘কর্নাটকের মুখ্যমন্ত্রী যদি গরু খান, তাহলে তাঁর গলা লাইনের ওপর থাকবে।’
স্বভাবতই বিজেপির স্থানীয় অঞ্চলের প্রাক্তন কাউন্সিলার এস এন চান্নাবাসাপ্পা খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ভাষায় হুমকি দেওয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, যেখানে বিজেপির একজন স্থানীয় পর্যায়ের নেতা এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিতে পারেন, সেখানে সাধারণ মানুষের অবস্থা কী হবে!
তবে চান্নাবাসাপ্পার ওই হুমকিতে বিন্দুমাত্র দমেননি কর্নাটকের মুখ্যমন্ত্রী এস সিদ্ধারামাইয়া। তিনি বলেছেন, ‘আমি এসব কোনো হুমকি-টুমকিতে ভয় পাই না। এখন পর্যন্ত আমি গোমাংস খাইনি। তবে এবার অবশ্যই গোমাংস খাব। কেউ আমাকে আর আটকাতে পারবে না।’
যারা এখন গোমাংস খাওয়ার বিরোধিতা করছে তারা নিজেরাই গোমাংস খায় বলেও মন্তব্য করেছেন এস সিদ্ধারামাইয়া।
অন্যদিকে, গোমাংস ইস্যুতে আজ আবারও উত্তপ্ত হয়েছে ভারতের রাজধানী শহর নয়াদিল্লি। এবারে দিল্লির একটি অভিজাত হোটেলে গোমাংস পরিবেশনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কট্টর হিন্দুত্ববাদীরা। হোটেলে গোমাংস পরিবেশনের খবর পেয়েই সোজা সেই হোটেলে গিয়ে চড়াও হয় তারা। পরিস্থিতি মুহূর্তের মধ্যে এতটাই উত্তেজনাকর হয়ে ওঠে যে বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আধা সামরিক বাহিনীকে মাঠে নামতে হয়।
আজই দিল্লির সব হোটেল এবং রেস্টুরেন্টে গোমাংস বন্ধের দাবি জানিয়ে উপরাষ্ট্রপতি নজিব জঙ্গের কাছে চিঠি নিয়ে যায় বিশ্ব হিন্দু পরিষদ। এর মধ্যেই দিল্লির একটি পাঁচতারা হোটেলে গোমাংস বিক্রির অভিযোগ উঠতেই সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে একদল উগ্র হিন্দুত্ববাদী।
হোটেলে অবিলম্বে গোমাংস বন্ধ করার দাবি জানিয়ে তারা হোটেলের ভেতর ভাঙচুর শুরু করে দেয়। পরে হোটেল চত্বরে আধা সামরিক বাহিনীর জওয়ানদের নামিয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে হয়। তবে ওই উগ্র হিন্দুত্ববাদীরা বিশ্ব হিন্দু পরিষদের সদস্য কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।
কয়েক সপ্তাহ ধরেই গোমাংস ইস্যুতে উত্তাল পরিস্থিতি ভারতের। গোমাংস বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এরমধ্যে দাঁড়িয়ে বিজেপির একাংশ দেশজুড়ে গোমাংস বিক্রি এবং গোমাংস খাওয়া বন্ধের দাবি জানাতে শুরু করে দিয়েছে। ছত্রিশগড় ও হরিয়ানার মতো রাজ্যগুলোতে গোমাংস বিক্রির ওপর ফতোয়া জারি করার পথেও হেঁটেছে তারা। অন্যদিকে গোমাংসবিরোধী কট্টর হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে প্রগতিমনাদের প্রতিবাদের মিছিল বাড়ছে। সেই প্রতিবাদে এখন শামিল হতে শুরু করেছেন সমাজের বিভিন্ন স্তরের মুক্তমনা সাধারণ মানুষজনও। ফলে গোমাংস ইস্যু নিয়ে ভারতে ধীরে ধীরে চড়তে থাকা উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।