ফেসবুকে অশ্লীল পোস্ট, লাফিয়ে পড়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

ভারতের মুম্বাইয়ে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে অশ্লীল বার্তা পোস্ট করায় সাততলা ভবনের ছাদ থেকে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সপ্তাহের এ ঘটনায় ওই ছাত্রীর সহপাঠী দশম শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনডিটিভির খবরে বলা হয়, স্কুলছাত্রীর মা-বাবার অভিযোগ, ছেলেটি তাঁদের মেয়ের পিছু নিয়েছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেন। এর পর পুলিশ ছেলেটিকে তলব করে হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেয়।
ওই ছাত্রীর অভিভাবকরা অভিযোগ করে বলেন, পুলিশের কাছে অভিযোগ করায় বিরক্ত হয়ে তাঁদের মেয়ের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলে ছেলেটি। এরপর সে অ্যাকাউন্ট থেকে অশ্লীল কথাবার্তা পোস্ট করা হয়। বিষয়টি জানতে পেরে গত ২০ অক্টোবর মুম্বাইয়ের মিরা রোডের বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে তাঁদের মেয়ে।
ওই ঘটনায় সন্দেহভাজন স্কুলছাত্রকে বর্তমানে একটি কিশোর সংশোধনাগারে রাখা হয়েছে।