চিকিৎসার জন্য ভারত আসছে পাকিস্তানের বাসমা

ভারত-পাকিস্তানের চিরবৈরী সীমান্তে সমরাস্ত্রের ঝনঝনানি থাকলেও মানবিকতার দিক থেকে দুই দেশই স্থাপন করছে এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ ১৫ বছর বাদে আজ পাকিস্তান থেকে ঘরে ফিরলেন মূক-বধির ভারতীয় মেয়ে গীতা, একইদিনে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচার করাতে পাকিস্তানের মেয়ে বাসমাকে আসার অনুমতি দিয়েছে ভারত।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গীতাকে ভারতে ফিরিয়ে আনাতেই আবেগে ভেসে গেছে দুই দেশ। তারই মধ্যে পাঁচ বছরের পাকিস্তানি মেয়েকে লিভার প্রতিস্থাপনের জন্য ভিসা দিল ভারত। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে বলেছেন, ‘ভারতে বাসমার অস্ত্রোপচারের জন্য আমরা ভিসা মঞ্জুর করেছি। ওর দ্রুত আরোগ্য কামনা করি।’
ভারতের ভিসা কর্তৃপক্ষ জানিয়েছে, মানবিকতার খাতিরে বাসমা মহম্মদ ফয়জল নামের ওই শিশুর ভিসার অনুমোদন দিয়েছে ভারত সরকার। বেশ কিছুদিন ভয়াবহ লিভারের অসুখে ভুগছে সে। আপাতত ওমানের হাসপাতালে চিকিৎসাধীন বাসমা। চেন্নাইতে লিভার প্রতিস্থাপন করাতে চায় তার পরিবার। তাই এ দেশে আসার ভিসার জন্য আবেদন করা হয়েছিল।বাসমার বাবা মহম্মদ ফয়জল রাজা জানিয়েছেন, একটু একটু করে দুর্বল হয়ে পড়ছে বাসমা। কারণ দীর্ঘদিন ধরে সে কোনো খাবার খেতে পারছে না। চিকিৎসকদের কাছ থেকে বিমানে নিয়ে যাওয়ার অনুমতি পেলেই তাকে নিয়ে ভারতে যাওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে চেন্নাইয়ের গ্লোবাল হেলথ সিটির ব্যবস্থাপক সৈয়দ জিয়া আখতার জানিয়েছেন, ইতিমধ্যেই সেখানকার চিকিৎসকরা বাসমার রিপোর্ট খতিয়ে দেখেছেন। চিকিৎসকরা জানিয়েছেন গুরুতর লিভারের সমস্যায় আক্রান্ত সে। যত দ্রুত সম্ভব তার লিভার প্রতিস্থাপন করা হবে।