লালুপ্রসাদ ‘ভাইরাস’!

জমে উঠেছে ভারতের বিহার বিধানসভার নির্বাচনী প্রচার। রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট শেষ হয়ে গেলেও পরবর্তী দফার ভোট নিয়ে এখন প্রচারণা তুঙ্গে। প্রতিপক্ষকে ঘায়েল করতে শব্দবাণ নিয়ে বসেছে দলগুলো। এই শব্দবাণ ছোড়ায় শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল রোববার বিহারের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদবকে ‘তান্ত্রিক’ বলে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লালুকেই আবার আজ সোমবার ‘ভাইরাস’ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিহার বিধানসভা ভোটের প্রচারে আজ রাজ্যের বক্সারের জনসভায় উন্নয়নের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একযোগে নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদবকে আক্রমণ করেন।
রাজ্যবাসীকে কম্পিউটার দেওয়ার প্রসঙ্গে নীতীশ, লালুকে জোড়া আক্রমণ করে নরেন্দ্র মোদি বলেন, ‘নীতীশ আপনি কম্পিউটার দেওয়ার কথা বলছেন। কিন্তু বিদ্যুৎ ছাড়া কম্পিউটার নিয়ে কী করবে আপনার রাজ্যের যুব সম্প্রদায়? আর আপনার কম্পিউটারে তো ‘লালু ভাইরাস’ লেগে রয়েছে।’
গত রোববার আরজেডি-প্রধান লালুপ্রসাদ যাদবকে ‘তান্ত্রিক’ এবং তাঁর দলকে ‘রাষ্ট্রীয় জাদু টোনা পার্টি’ বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালু-নীতীশ-কংগ্রেস জোটের সঙ্গে তান্ত্রিকও কাজ করে বলে অভিযোগ করেন তিনি। জনসভায় মোদি প্রশ্ন ছুড়ে করেন, ‘মন্ত্রতন্ত্র নাকি গণতন্ত্র’ কোনটা চায় বিহারবাসী?
গতকাল বক্সারের পর সিওয়ানে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখানেও লালু, নীতীশকে আক্রমণ করে তিনি বলেন, ১৫ বছর ধরে বিহারে ‘জঙ্গল রাজ’ চলছে। এর থেকে রেহাই পেতে এবং রাজ্যে উন্নয়ন আনতে বিজেপিকে ভোট দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানান তিনি।