লালু প্রসাদ বিশ্বের বড় ‘তান্ত্রিক’: মোদি

ভারতের বিহার রাজ্যে লোকসভার ভোট নিয়ে আলোচনা তুঙ্গে। এরই মধ্যে বিহারে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভোট প্রচারে গিয়ে প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে বিশ্বের সবচেয়ে বড় তান্ত্রিক বলে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদি।
বিহারের ছাপড়া এলাকায় এক জনসভায় বিহার নির্বাচনে জাত ও সংরক্ষণের মেরুকরণের মোকাবিলা করার জন্য এদিন বিহারবাসীর উন্নয়নের জন্য ছয় দফা প্রতিশ্রুতি দেন মোদি। প্রত্যেক পরিবারের জন্য বিদ্যুৎ, সড়ক, জল, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসার প্রতিশ্রুতি দেন তিনি।
এরপর নাম উল্লেখ না করে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ ও বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করে মোদি বলেন, ‘রাজ্যের দুরবস্থার জন্য দায়ী বড় ভাই ও ছোট ভাই (লালুপ্রসাদ ও নীতীশ)। এখানেই থেমে না থেকে লালুপ্রসাদকে ‘তান্ত্রিক’ বলেও কটাক্ষ করেন তিনি। মোদির অভিযোগ, বিহারের জনতাকে উন্নয়নের হিসাব না দিয়ে গণতন্ত্রকে অপমান করেছেন মহাজোটের নেতারা।
লালুপ্রসাদের উদ্দেশে মোদি বলেন, “আপনি পারলে আপনার দলের নাম রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) থেকে রাষ্ট্রীয় জাদুটোনা পার্টি রাখুন। আর সেই দলের প্রধান হওয়ার দরুন আপনিই হবেন বিশ্বের সবচেয়ে বড় ‘তান্ত্রিক’।”
একইভাবে নীতীশকেও শ্লেষাত্মক আক্রমণ করেন মোদি। বিহারের মুখ্যমন্ত্রীকে ‘পরম আদরণীয় লোক-তান্ত্রিক’ বলে অভিহিত করেন মোদি। তাঁর দাবি, লালু-নীতীশের জন্য বিহারের যুবারা জীবিকা অর্জনের জন্য রাজ্যের বাইরে চলে গিয়েছে।
সম্প্রতি ভারতীয় ধর্মনিরপেক্ষ জোটের পক্ষে জেডিইউ, আরজেডি, কংগ্রেস ও এনসিপি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। বিজেপি লোকসভার ভোটে কাউকে মুখপাত্র করেনি। প্রাথমিকভাবে জেপি নান্দাকে মনোনয়ন দেওয়া হলেও বর্তমানে মোদির নেতৃত্বে নির্বাচন লড়ার কথা ভাবছে দলটি।