সালিশে প্রকাশ্যে প্রেমিক কিশোরকে হত্যা

প্রেম করাই ছিল কিশোর মোমিন আলীর অপরাধ। গ্রাম্য সালিশে বিচারের মুখোমুখি হতে হয়েছে একাদশ শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরকে। আর সালিশে সবার সামনেই মোমিনের পীঠে ভোজালি নামের অস্ত্র বসিয়ে দেয় মোমিনের প্রেমিকার বাবা ও মা। হাসপাতালে অসহ্য যন্ত্রণা নিয়ে মারা যায় মোমিন আলী।
ভারতের পশ্চিমবঙ্গে বাঁকুড়ার রাইপুর এলাকায় ডেকোবক্সি গ্রাম পঞ্চায়েতের খয়েরবনি গ্রামে গতকাল বুধবার এ ঘটনা ঘটে। সালিশী সভা ডেকে খোদ গ্রাম্য মাতবররাই ভোজালি দিয়ে মোমিনকে কুপিয়ে খুন করার নির্দেশ দেয় বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, ১৭ বছর বয়সী মোমিন আলীর সঙ্গে একই এলাকার এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্ত গ্রামের বাসিন্দারা এই সম্পর্ককে ভালো চোখে মেনে নিতে পারেনি কেউই। বিশেষ করে ওই কিশোরীর বাড়ি থেকে এই প্রেমের সম্পর্কে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। কিশোরীর স্বজনরা বিষয়টি গ্রামের মোড়ল মাতবরদের জানায়।
গতকাল বুধবার রাতে বিষয়টি নিয়ে সালিশী সভা বসে। সেখানে ডাকা হয় মোমিনকে। ডাকা হয় ওই কিশোরীর মা ও বাবাকেও। এরপর সালিশি সভায় বিচার বসে। বিচারে মোমিনকে বিভিন্ন ভাবে দোষারোপ করা হয়। সালিশে মোমিনের সঙ্গে মাতবরদের তর্কও হয়। এতে মোমিনের ওপর চটে যান মাতবররা।
এরপরেই সভা মোমিনক শায়েস্তা করার নির্দেশ দেন। অভিযোগ উঠেছে, মাতবরদের নির্দেশে সভার সামনেই কিশোরীর মা মোমিনের দুই হাত চেপে ধরে। কিশোরীর বাবা নওশাদ আলি পেছন থেকে মোমিনের পিঠে ভোজালি বিঁধিয়ে দেয়। পিঠে ভোজালি গাঁথা অবস্থাতেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মোমিন। এরপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় সে।
এই ঘটনার কথা ছড়িয়ে পড়েতেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি বেগতিক বুঝে রাতেই সালিশি সভা ছেড়ে গ্রাম থেকে পালিয়ে যায় মাতবররা। ঘটনাস্থল থেকে কিশোরীকে নিয়ে সস্ত্রীক পালিয়ে যায় নওশাদ আলিও। এ ব্যাপারে একটি মামলা করেছে পুলিশ।
বাঁকুড়া জেলার পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার বলেছেন, ‘এই ধরনের একটা অভিযোগ এসেছে পুলিশের কাছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি।’
এ ব্যাপারে ডেকোবক্সি গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্ধ্যারানি সোরেন জানিয়েছেন, সালিশি সভার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁকে কিছু জানানোও হয়নি। তবে এই ধরনের নারকীয় ঘটনার কথা তিনি শুনেছেন বলে জানান।