ভারতে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

ইউক্যালিপটাসের বাগানে কাজ সেরে প্রায় দিন কুড়ি পরে ঘরে ফিরছিলেন জনা ৩৫ শ্রমিক। ছাইভর্তি একটি ট্রাকের চালককে ‘ম্যানেজ’ করে তার মাথায় চড়ে বসেছিলেন। কিন্তু ঘরে ফেরা আর হলো না। চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়লে ট্রাক উল্টে ছাই চাপা পড়ে মৃত্যু হয় ১৮ শ্রমিকের। স্থানীয় সময় আজ সোমবার সকালে ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার গুন্দেপল্লি গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছেন। গোদাবরীর পুলিশ কর্মকর্তা রবি প্রকাশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আরো জানায়, চালক ঘুমের কারণে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি উল্টে গেলে ছাইয়ের মধ্যে চাপা পড়েন ৩৫ জন শ্রমিক। ছুটে আসেন আশপাশের লোকজন। আসে পুলিশও। আহত শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ততক্ষণে মারা যান ১৮ জন।
পুলিশের অনুমান, চালকের দোষেই দুর্ঘটনা ঘটেছে। বিপদ বুঝে পালিয়েছেন তিনি। তাঁর খোঁজ চলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ভারতে প্রতিবছর সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ভারতে গড়পড়তা এক লাখ ১০ হাজার মানুষ নিহত হয়।