পাকিস্তানের চেয়ে সাচ্চা ইসলামী রাষ্ট্র ভারত!

পাকিস্তানের চেয়ে ভারত অনেক বেশি সাচ্চা ইসলামী রাষ্ট্র বলে দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এ জন্য তিনি সন্ত্রাস মোকাবিলায় দুই দেশকে একাট্টা হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুক্রবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী পকিস্তান রেঞ্জার্সের বৈঠকে রাজনাথ সিং বলেন, ‘পাকিস্তানের থেকে ভারতে অনেক বেশি ধর্মপ্রাণ মুসলিমের বসবাস এবং তাঁরা ভারতে যথেষ্ট সুখে শান্তিতে বাস করছেন। তাঁদের প্রত্যেকের মধ্যে ভারতীয় জাতীয়তাবাদও অত্যন্ত প্রবল।’ ফলে পাকিস্তানের থেকে ভারত অনেক বেশি ইসলামিক রাষ্ট্র বলে দাবি করা হয়।
বিএসএফ ওপাক রেঞ্জার্সের মধ্যে তিন দিনব্যাপী এ বৈঠক বৃহস্পতিবার শুরু হয়েছে। আজ শনিবার এ বৈঠক শেষ হওয়ার কথা রয়েছে।
রাজনাথ সিং বলেন, ‘ভারত কখনই পাকিস্তানকে নিশানা করে প্রথমে গুলি ছুঁড়বে না। কিন্তু পাকিস্তানকেও কথা দিতে হবে তারা সীমান্তে সন্ত্রাস বন্ধ করবে।’ সেই সঙ্গে সীমান্তের ওপার থেকে ভারত ভূখণ্ডে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করতে হবে বলে শর্ত দেন তিনি। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক মজবুত করার আহ্বান জানান রাজনাথ। তিনি বলেন, ‘ভারতের মতো পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার। তাই দুই দেশের উচিত সন্ত্রাসের বিরুদ্ধে একসাথে লড়াই করা।’
তিনদিনের এই বৈঠকে পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পাকিস্তান রেঞ্জার্সের মহাপরিচালক মেজর জেনারেল উমর ফারুক বার্কি। অন্যদিকে বিএসএফের নেতৃত্বে রয়েছেন মহাপরিচালক ডি কে পাঠক।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে উমর ফারুক বার্কি জানান, দেশে ফিরে গিয়ে ভারতের এই বার্তা তিনি পাকিস্তানের শীর্ষ প্রশাসনিক নেতৃত্বকে অবশ্যই জানাবেন।
এই বৈঠকে মূলত পাক-ভারত সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা এবং পাক-ভারত অস্ত্রবিরতি লঙ্ঘন চুক্তির বিষয়ে জোর দেওয়া হয়েছে। এর আগে ২০১৩ সালে পাকিস্তানের লাহোরে পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে বিএসএফের শেষ বৈঠক হয়।