সেনাপ্রধানের শান্তিনিকেতন পরিদর্শন

ভারত সফরে এসে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত পশ্চিমবঙ্গের বোলপুরের শান্তিনিকেতন পরিদর্শন করলেন বাংলাদেশের সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সফরে গত বুধবার নয়াদিল্লিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান।
এরপর বৃহস্পতিবার তিনি সস্ত্রীক শান্তিনিকেতনে আসেন। ওই দিন বিকেলে কলকাতা বিমানবন্দর থেকে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে চেপে বোলপুর পৌঁছান। হেলিপ্যাডেই বাংলাদেশের সেনাপ্রধানকে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত।
সেনাপ্রধান তাঁর স্ত্রী সোমা হককে নিয়ে শান্তিনিকেতনের কলাভবন, উত্তরায়ন, সংগীত ভবন পরিদর্শন করেন। এ ছাড়া তিনি ঘুরে দেখেন কবির শয়নকক্ষ, আম্রকানন। পরিদর্শনের সময় শান্তিনিকেতনে কবির নানা স্মৃতির কথা সংক্ষেপে সেনাপ্রধানকে শোনান বিশ্বভারতীর উপাচার্য।
সেনাপ্রধান এরপর শান্তিনিকেতনে নির্মাণাধীন ‘বাংলাদেশ ভবন’-এর কাজও ঘুরে দেখেন। এদিন বাংলাদেশের সেনাপ্রধানের সাক্ষাৎ পেতে বিশ্বভারতীয় ছাত্রছাত্রীরা ছাড়াও বাংলাদেশি পড়ুয়ারাও ভিড় জমান। কিন্তু কঠোর নিরাপত্তার কারণে দূর থেকেই বাংলাদেশ সেনাপ্রধানকে দেখে সন্তুষ্ট থাকতে হয় তাঁদের।
বৃহস্পতিবার সন্ধ্যাতেই ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বিমানে কলকাতায় ফিরে আসেন তিনি। শুক্রবার সকালে তিনি ও তাঁর স্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের প্রধান প্রেস সচিব মোফাকখারুল ইকবাল জানান, শুক্রবার সকালেই তিনি কলকাতা ত্যাগ করে বাংলাদেশ ফিরে গিয়েছেন।