‘বাংলাদেশ-ভারতের মধ্যে সোনালি দিন ফিরবে’

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অতীতের সোনালি দিন ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দেশ দুটি তাদের যাবতীয় সমস্যা দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার ভিত্তিতে মিটিয়ে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে সক্ষম হবে বলে মনে করেন তিনি।
বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিকুল হকের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন রাজনাথ। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রশংসা করেন তিনি। শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর সই করা ঐতিহাসিক বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তির বাস্তব রূপদানের মাধ্যমে দুই দেশের মধ্যে অতীতের গৌরবোজ্জ্বল দিন ফিরে আসবে বলেও মন্তব্য করেন রাজনাথ।
এ সময় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের এই বৈঠকে ভারত-বাংলাদেশের পানি চুক্তি নিয়েও আলোচনা হয়। কর্মকর্তারা বলেন, দুই দেশের বিস্তীর্ণ পানি সীমানায় মাছ ধরতে গিয়ে মাঝেমধ্যেই মৎস্যজীবীরা পানিসীমানা চিনতে ভুল করে। ফলে হরহামেশাই বাংলাদেশের মৎস্যজীবীরা যেমন ভারতের পানিসীমান্তে ঢুকে পড়ে, তেমনি ভারতের মৎস্যজীবীরাও বাংলাদেশের পানিসীমানায় ঢুকে পড়ে। মৎস্যজীবীদের এই ভুল করে পানিসীমানা অতিক্রম করলে যেন তাঁদের বিরুদ্ধে ভারত কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয়, সেই বিষয় নিয়েও আলোচনা হয় বৈঠকে।
একটি সূত্র জানিয়েছে, ভারত-বাংলাদেশ পানিসীমানায় বনদস্যু এবং জলদস্যুদের আক্রমণ ঠেকাতে পরিকল্পনাও নেওয়া হয় বৈঠক থেকে। এ সময় উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজেজু, সীমান্ত ব্যবস্থাপনা সচিব অনুপ কুমার শ্রীবাস্তব এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা।