তামিলনাড়ুতে ট্রেন লাইনচ্যুত, আহত ৩৮

ফাইল ছবি
ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩৮ জন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে রাজ্যের ভৃদ্ধাচলমের পুভানুরে চেন্নাই-ম্যাঙ্গালুরু এক্সপ্রেসটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
ভারতে প্রতিদিন দুই কোটি ৩০ লাখ যাত্রী নিয়ে ১২ হাজার যাত্রীবাহী ট্রেন চলাচল করে। রেল চলাচলের নিরাপত্তা ব্যবস্থা খুব একটা ভালো নয়। প্রায়ই ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। গত মাসে মধ্যপ্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ২৪ জন নিহত হয়েছেন। গত মার্চে উত্তরপ্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে বেঙ্গালুরু-এরনাকুলাম আন্তনগর এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ১১ জন নিহত হয়েছেন।