জৈনদের আমরণ উপবাসের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতে জৈন ধর্মাবলম্বীদের আমরণ উপবাস প্রথা ‘সন্ত্রার’ ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এর আগে আগস্টের প্রথম সপ্তাহে রাজস্থানের একটি আদালত ধর্মীয় এই প্রথাকে আত্মহত্যার সঙ্গে তুলনা করে তা নিষিদ্ধ করেন। আদালতের এই সিদ্ধান্তের প্রতিবাদে জৈন ধর্মাবলম্বী এবং সম্মিলিত নাগরিক সমাজ দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে প্রতিবাদ জানিয়েছিলেন। জৈনদের দাবি, আত্মহত্যা পাপ কিন্তু সানথারা পাপ নয় বরং একটি ধর্মীয় বিধান।
এএফপির খবরে জানা যায়, ‘সন্ত্রা’ জৈন ধর্মের সন্ন্যাসীদের একটি বিধান। একটি নির্দিষ্ট বয়সের পর খাদ্য ও পানীয় ত্যাগ করে যতক্ষণ মৃত্যু না হয়, ততক্ষণ উপোস করার প্রথাকেই ‘সন্ত্রা’ বলে। এর মাধ্যমে সৃষ্টিকর্তার সান্নিধ্যে পৌঁছানো যায় বলে জৈনরা বিশ্বাস করে।
আজ সোমবার সানথারার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলেন, সন্ত্রা চালু থাকার বিষয়টি আদালত বিবেচনা করছেন। তবে ধর্মীয় এই প্রথাটি বিবেচনাধীন আছে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক বছর সময় লেগে যাবে। উল্লেখ্য, পৃথিবীর প্রাচীন ধর্মগুলোর মধ্যে জৈন অন্যতম।