এবার নুডলসে ছত্রাক

ভারতে মুম্বাই হাইকোর্টের রায়ে ম্যাগি বিতর্ক একটু থিতু হয়ে আসতে না আসতেই নতুন করে শুরু হয়েছে নুডলস বিতর্ক। এবার বিতর্ক আরেক নুডলস ব্র্যান্ড ইপ্পির পণ্যকে ঘিরে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে, গতকাল শনিবার ইরফান নামে একজন চেন্নাইয়ের মাইলাপুর এলাকা থেকে ইপ্পির নুডলস কিনে প্যাকেট খুলে দেখতে পান নুডলসের গায়ে কালো ছত্রাক। পরে তিনি ছত্রাকসহ ওই নুডলসের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে অনেকেই তাকে পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে অভিযোগ করতে বলেন।
ইরফান ছত্রাকে কালো হয়ে যাওয়া নুডলসের ছবি তুলে ইপ্পির টুইটার ও ফেসবুক পেজে পোস্ট করেন। ইফরান জানিয়েছেন, পোস্টটি করার কিছুক্ষণের মধ্যে ইপ্পির মিডিয়া ম্যানেজার তাঁর সঙ্গে মেসেজের মাধ্যমে যোগাযোগ করেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তাঁরা। তবে বিষয়টি নিয়ে আগামীকাল সোমবার খাদ্যসুরক্ষা বিভাগের কাছে অভিযোগ করবেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন ইরফান।