ভারতের স্বাধীনতা দিবসে ‘পাকিস্তানের’ গুলি, নিহত ৩

ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তানের সঙ্গে থাকা দেশটির আন্তর্জাতিক সীমান্তে গুলি চালানোর ঘটনা ঘটেছে। জম্মু-কাশ্মীর সীমান্তের পুঞ্চ সেক্টরে আজ শনিবার পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। পাকিস্তান রেঞ্জার্সের চালানো গুলিতে অন্তত তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে বলে দাবি বিএসএফের।
অপরদিকে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দাবি, কার্গিলের কাছে নাকিয়াল সেক্টরে বিএসএফের গুলিতে একজন বেসামরিক লোক নিহত ও তিনজন আহত হয়েছে। একদিনের ব্যবধানে প্রতিবেশী দুই দেশই যখন ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছে, তখন এ গুলিবর্ষণের ঘটনা ঘটল।
টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সেনারা গুলি চালালে অন্তত তিন বেসামরিক লোক নিহত হয়। এ ছাড়া আহত হয় সাতজন। চলতি মাসে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ৩২ বার শান্তিচুক্তি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছে বিএসএফ।
সেনাবাহিনীর পুঞ্চ সেক্টরের উপকমিশনার নিসার আহমেদ ওয়ানির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে দাবি করা হয়, শান্তিচুক্তি লঙ্ঘন করে বালাকোট ও সাবজিয়ান সেক্টরে নির্বিচারে গুলি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এতে একজন গ্রামপ্রধানসহ তিনজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।
নিসার আহমেদ ওয়ানি আরো জানান, এ নিয়ে সাতদিন ধরে একটানা নিয়ন্ত্রণ রেখার ভেতরে (লাইন অব কন্ট্রোল) ভারতীয় পোস্ট লক্ষ্য করে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তানি বাহিনী।
টাইমস অব ইন্ডিয়া আরো জানায়, শুক্রবার পাকিস্তান ও শনিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ দুটির প্রধানমন্ত্রীরা পরস্পরকে শুভেচ্ছা জানালেও প্রতিবছরের মতো এবার দুই দেশের সেনারা সীমান্তে মিষ্টি বিতরণ করেননি।