আইনের শাসনের দাবিতে রাজপথে বুদ্ধিজীবীরা

আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নামলেন পশ্চিবঙ্গের বুদ্ধিজীবীরা। তাঁদের অভিযোগ, রাজ্যে কোনো আইনের শাসন নেই। সবাই আজ আক্রান্ত। সম্প্রতি পশ্চিমবঙ্গের সবংয়ে কলেজ ছাত্র খুন, জীবনতলার ত্রাণশিবিরে ধর্ষণ থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে হেনস্তা সাম্প্রতিক ঘটনাগুলোকে তুলে ধরেই নৈরাজ্যের প্রতিবাদে সরব হলেন বুদ্ধিজীবীরা।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল। শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে মিছিল যায় ধর্মতলা পর্যন্ত। বুদ্ধিজীবীরের মিছিলে শৃঙ্খল সাজে যোগ দেন সমাজকর্মী শিলাদিত্য চৌধুরী। মেদিনীপুরের বাসিন্দা এই শিলাদিত্য চৌধুরী কৃষকদের হয়ে সারের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করায় তাঁকে মাওবাদী তকমা দিয়ে জেলে পুরে দেওয়া হয়েছিল। যদিও এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন। এদিন সেই শিলাদিত্য চৌধুরী খালি শরীরে শেকল জড়িয়ে এই মিছিলে অংশ নেন। সেই সঙ্গে শিলাদিত্য কয়েদির পায়জামা পরে সঙ্গে পাহারারত দুই নকল পুলিশ নিয়ে মিছিলে হাঁটেন।
শিলাদিত্যের দাবি, রাজ্যে প্রতিবাদ করলেই জেলে পুরে দিচ্ছে শাসক দল। তাই তাঁর এই প্রতীকী প্রতিবাদ।
এদিন এই মিছিলে রাজনৈতিক রং না থাকলেও দেখা যায় বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বও মিছিলে অংশ নিয়েছেন। মিছিলে অংশ নেন বহু সাধারণ মানুষও। মিছিলে অংশ নিয়ে প্রখ্যাত চিত্রকর সমীর আইচ বলেন, মিছিলে কে কে আছেন, তা বড় কথা নয়। কেন মিছিলে হাঁটা হচ্ছে, মিছিলের উদ্দেশ্যটা কী সেটাই বড় কথা। অন্যদিকে মিছিলে অংশ না নিলেও মিছিলকে নৈতিক সমর্থন জানিয়েছেন কবি শঙ্খ ঘোষ।
পশ্চিমবঙ্গজুড়ে অরাজকতা, শান্তি-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে মিছিলে পা মেলান বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, পরিচালকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সবাই একটাই দাবি তোলেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। রাজ্যে আইনের শাসন দরকার। রাজ্যজুড়ে নৈরাজ্য চলছে বলেও অভিযোগ তোলেন তাঁরা।
এই মিছিলকে অরাজনৈতিক তকমা দেওয়া হলেও মিছিলে হাঁটতে দেখা যায় বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রুপা গঙ্গোপাধ্যায়, পশ্চিমবঙ্গের সাবেক স্পিকার হাসিম আবদুল হালিম, চিত্র পরিচালক তরুণ মজুমদার, আইনজীবী অশোকি গঙ্গোপাধ্যায়, অরুণাভ ঘোষ, মন্দাক্রান্তা সেন প্রমুখদের।
তবে মিছিলে অংশ নিয়ে রুপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি আমার রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে একজন সাধারণ মানুষ হিসেবেই মিছিলে অংশ নিয়েছি।’ সাবেক স্পিকার হাসিম আবদুল হালিম বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা বদলাতে হবে। পরিবর্তন আনতে হবে এই রাজ্যে।