হুইটনি হিউস্টনের মেয়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রয়াত সংগীতশিল্পী হুইটনি হিউস্টনের মেয়ে ববি ক্রিস্টিনা ব্রাউনের মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ২২ বছর।
পরিবারের পক্ষে ক্রিস্টেন ফস্টার জানান, স্থানীয় সময় রোববার ব্রাউনের মৃত্যু হয়। এ সময় তাঁর পাশে পরিবারের সদস্যরা উপস্থিত ছিল।
গত ৩১ জানুয়ারি একটি বাথটাব থেকে ব্রাউনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর চিকিৎসকরা তাঁকে কোমায় রাখেন। পরে তাঁর আর জ্ঞান ফেরেনি। এক মাস আগে তাঁর অবস্থা খারাপ হলে জর্জিয়ার ডুলুথ শহরে তাঁকে নেওয়া হয়।
এর আগে ২০১২ সালে লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলের বাথরুম থেকে হুইটনি হিউস্টনের মরদেহ উদ্ধার করা হয়।
ফস্টার বলেন, ‘সে অবশেষে ঈশ্বরের কাছে শান্তিতে গেছে। গত কয়েক মাসে যারা প্রচুর ভালোবাসা ও সমর্থন দিয়েছে তাদের আমরা কৃতজ্ঞতা জানাই।’
বিবিসির রিগ্যান মরিস জানান, সংগীতশিল্পী ও অভিনেত্রী মায়ের মতো হওয়ার স্বপ্ন ছিল ব্রাউনের। কয়েকটি টিভি চরিত্রে অভিনয় করেন। তবে তাঁর ক্যারিয়ার আর উঠতে পারেনি।
গত জানুয়ারিতে পুলিশ জানায়, আটলান্টার বাড়িতে উপুড় হয়ে থাকা অবস্থায় ব্রাউনকে উদ্ধার করা হয়। এই বাড়িতে তিনি স্বামী নিক গর্ডনের সঙ্গে থাকতেন। পুলিশের প্রতিবেদনে পানিতে ডুবে ব্রাউনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।