ভারত-রাশিয়াকে মনে হচ্ছে চীনের কাছে হারিয়ে ফেলেছি : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও রাশিয়া মনে হচ্ছে চীনের কাছে ‘হারিয়ে ফেলেছি’। এই সপ্তাহে দেশ দুটির নেতারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বেইজিংয়ের নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা চালু নিয়ে আলোচনার মাঝে নয়াদিল্লি ও মস্কোর প্রতি বিরক্তি প্রকাশ করে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
চীনে তিন নেতা শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ সম্মেলনে একসঙ্গে থাকা একটি ছবিসহ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। এতে তিনি লেখেন, ‘মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে সবচেয়ে গভীর ও অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছি। তাদের একসঙ্গে দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ হোক!’
ট্রাম্পের এই পোস্টের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে সাংবাদিকদের জানিয়েছে, তাদের কোনো মন্তব্য নেই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি। ক্রেমলিনের প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।
চীনের বন্দর নগরী তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২০ জনেরও বেশি পশ্চিমা নয় এমন দেশের নেতাদের আতিথ্য দেন শি, যাদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ছিলেন। সেখানে তোলা একটি ছবিতে দেখা যায়, শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিন, মোদি ও শি একত্রে দাঁড়িয়ে কথা বলছেন।

বাণিজ্য উত্তেজনা এবং অন্যান্য বিরোধের মধ্যে ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ককে শীতল করে তুলেছেন। ট্রাম্প এই সপ্তাহে বলেছেন, তিনি পুতিনের প্রতি ‘খুব হতাশ’। তবে রাশিয়া-চীনের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে তিনি চিন্তিত নন।
রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন আক্রমণের তিন বছরের বেশি সময় পার হয়ে গেছে। তবে রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধের অবসানে রাজি করাতে না পারায় হতাশ ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি শীঘ্রই পুতিনের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন।