ট্রান্সজেন্ডার ইস্যুতে ট্রাম্প প্রশাসনের আপিল খারিজ করল আদালত

ট্রান্সজেন্ডার ও নন-বাইনারি (লিঙ্গ নির্দিষ্ট নয়) আমেরিকানদের পাসপোর্ট ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আপিল খারিজ করে দিয়েছে মার্কিন আপিল আদালত। আদালতের এই রায়ের ফলে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা তাদের লিঙ্গ পরিচয় অনুযায়ী পাসপোর্ট পাওয়ার অধিকার ফিরে পেলেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আপিল আদালতের তিন বিচারকের একটি প্যানেল নিম্ন আদালতের রায়ই বহাল রাখে। আদালত বলেছে, ট্রাম্প প্রশাসন তাদের নীতির পক্ষে কোনো শক্ত যুক্তি দেখাতে ব্যর্থ হয়েছে। এই রায়ের পর আপাতত, ট্রাম্প প্রশাসনের এই নীতি কার্যকর হবে না।
এর আগে চলতি বছরের এপ্রিলে ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন, যেখানে বলা হয়েছিল সরকার কেবল দুটি লিঙ্গ, পুরুষ ও নারীকে স্বীকৃতি দেবে। এর ফলে স্টেট ডিপার্টমেন্ট পাসপোর্ট নীতি পরিবর্তন করে। আবেদনকারীদের শুধু জন্মকালীন লিঙ্গ উল্লেখ করতে বাধ্য করা হয়। এই নীতি জো বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া লিঙ্গ-নিরপেক্ষ ‘এক্স’ চিহ্ন ব্যবহারের সুযোগ বাতিল করে দেয়।
এর প্রতিবাদে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) একটি মামলা করে। তারা জানায়, ট্রাম্প প্রশাসনের এই নতুন নীতি বৈষম্যমূলক এবং সংবিধানের পরিপন্থী।

মার্কিন জেলা জজ জুলিয়া কোবিক এই নীতিকে অসাংবিধানিক বলে রায় দিয়েছিলেন। তার রায়ে বলা হয়েছিল, এই নীতিটি অযৌক্তিক এবং ট্রান্সজেন্ডারদের প্রতি কুসংস্কারের ওপর ভিত্তি করে তৈরি।