সেনাবাহিনীকে অস্ত্রবিরতির নির্দেশ দিল ইউক্রেন

ইউক্রেনের সেনাবাহিনীকে যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। একইসঙ্গে দেবাল্তসেভ শহর ঘেরাও করার ব্যাপারে বিদ্রোহীদের সতর্ক করে দিয়েছেন তিনি।
পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী বিদ্রোহীরা সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ায় যুদ্ধবিরতির কারণে শনিবার থেকে বিদ্রোহী নেতারাও তাঁদের সৈন্যদের যুদ্ধ বন্ধ রাখার নির্দেশ দেন। সাময়িক এই যুদ্ধবিরতির ঘোষণার কিছু সময় আগেও দেবাল্তসেভ শহরের কাছে সংঘর্ষ চলছিল।
বিবিসি জানিয়েছে, গ্রিনিচমান সময় ২২:০০টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সংঘর্ষের ঘটনা অনেক কমে গেছে। অবশ্য এর পরে সরকার ও বিচ্ছিন্নতাবাদীরা উভয়েই একে অন্যের বিরুদ্ধে বিচ্ছিন্ন মর্টার হামলার অভিযোগ এনেছে।
ইউক্রেনের দক্ষিণ ক্রিমিয়া দ্বীপ রাশিয়া অধিগ্রহণ করে নেওয়ার পর থেকে এই সংঘর্ষ শুরু হয়। গত এপ্রিল মাস থেকে চলা এই যুদ্ধে অন্তত পাঁচ হাজার ৪০০ মানুষ মারা গেছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। কিন্তু জাতিসংঘের ধারণা নিহতের সংখ্যা এর চাইতে অনেক বেশি।
পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেন অভিযোগ করছে যে, দেশটির পূর্বাঞ্চলের দোনেস্ক এবং লুহানস্ক প্রদেশের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র এবং সৈন্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। তবে এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো।