নিউইয়র্কে ফুটপাতে উঠে গেল গাড়ি, হতাহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের টাইমস স্কয়ারে ফুটপাতে পথচারীদের ওপর একটি গাড়ি উঠে গেছে। এতে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
নিউইয়র্কের পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনার পর ওই গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলের আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে।
নিউইয়র্ক ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আহত ১৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গাড়িটি টাইমস স্কয়ারের কাছে সেভেনথ এভিনিউতে একটি বিভাজক পেরিয়ে পথচারীদের ওপর উঠে যায় বলে খবর পাওয়া গেছে। এর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যম সিবিএসের প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনাটি সন্ত্রাসের সঙ্গে যুক্ত নয়। তবে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই গাড়িটি উল্টোপথে চালিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। পরে সেটি পথচারীদের আঘাত করে।