বাংলাদেশে হামলার আহ্বান আইএসের ‘বাঙালি’ সদস্যের

নিজেদের ওয়েবসাইটে এক ‘জঙ্গি’র ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।
ওই সংস্থার দাবি ওই ছবি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) একজন আত্মঘাতী বোমা হামলাকারীর।
গতকাল মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে ওই ব্যক্তি ‘বাঙালি’ এবং জিহাদের দেশের বাইরে যেতে অথবা বাংলাদেশে হামলা করার আহ্বান জানিয়েছেন।
ওই ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তির গায়ে চাদর জড়ানো। মাথাও চাদর দিয়ে ঢাকা। চোখে চশমা, মুখে দাঁড়ি। লোকটি একটি গাড়িতে বসা। তবে লোকটির নাম ও অন্য কোনো পরিচয় দেওয়া নেই।
সাইট জানিয়েছে, আইএসের সহযোগী গণমাধ্যম ফুরাত এ ভিডিও ছবিটি প্রকাশ করেছে। ওই ভিডিওতে জানানো হয় আত্মঘাতী বোমা হামলাকারী মারা যাওয়ার পর ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
ওই ভিডিওতে বলা হয়, ওই ব্যক্তি একজন আত্মঘাতী বোমা হামলাকারী। তিনি জিহাদে অংশ নিতে দেশ ছাড়তে বা বাংলাদেশে একা একাই হামলার আহ্বান জানিয়েছেন।
ছবি এবং ওই কয়েকলাইন ছাড়া সাইট আর কিছুই প্রকাশ করেনি। এর আগেও আইএসের বিভিন্ন দুর্লভ ভিডিও, তথ্য ও ছবি প্রকাশ করেছে সাইট।