বর্জনের পরও সর্বাধিক বিক্রি ইভানকা ট্রাম্পের পারফিউম

অনলাইনে নিত্যপণ্য কেনাবেচার ওয়েবসাইট আমাজনে সর্বাধিক বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের ব্র্যান্ডের সুগন্ধি (পারফিউম)।
স্থানীয় সময় শুক্রবার ওই পারফিউম সর্বাধিক বিক্রির মর্যাদা পায়। এটি দেওয়া হয় একই ধরনের অন্যান্য জিনিসের সঙ্গে তুলনা করে। প্রতি ঘণ্টায় হালনাগাদ করা হয় সর্বাধিক বিক্রির তালিকা।
সম্প্রতি ট্রাম্পকন্যার নামের ব্র্যান্ডের অভিজাত জিনিসপত্র নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়। সাধারণ জনগণের পকেট থেকে অর্থ ছিনিয়ে নেওয়াই ওই ব্র্যান্ডের উদ্দেশ্য বলে প্রচারণা চালানো হয় সে সময়। প্রচারণায় যুক্তরাষ্ট্রের জনগণকে ট্রাম্পের নামের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিকে বর্জনের আহ্বান জানানো হয়। এ ছাড়া ইভানকা ট্রাম্প ব্র্যান্ডের জিনিসপত্র কেনাবেচা করবে না বলে জানায় কয়েকটি খুচরা বিক্রেতা দোকান।
সে সময় জরিপে দেখা যায়, শতকরা ৫৭ মার্কিন নারী বর্জনের পক্ষে সায় দেন। শতকরা ২৩ জন জানান, তাঁরা ইভানকা ট্রাম্প ব্র্যান্ডের পণ্য কিনবেন। বাকি ২১ শতাংশ নারী কোনো মন্তব্য করেননি।
তবে শেষ পর্যন্ত সব জরিপ ভুল প্রমাণ করে জিতল ইভানকা ট্রাম্পের ব্র্যান্ডই। ডোনাল্ড ট্রাম্পের কাজে যুক্তরাষ্ট্রবাসীর বিশ্বাসভঙ্গ হলেও ইভানকা ট্রাম্প ব্র্যান্ডের পারফিউম যে বেশ বিশ্বাস অর্জন করে নিয়েছে, এটা বিক্রির পরিমাণ দেখে ভালোই বোঝা যায়।