মালয়েশিয়ায় ৩১ যাত্রী নিয়ে নৌকা নিখোঁজ

মালয়েশিয়ায় ৩১ জন যাত্রী নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে। এতে চীনা পর্যটক ছিল কমপক্ষে ২০ জন।
স্থানীয় সময় শনিবার সকাল ৯টার দিকে নৌকাটি মালয়েশিয়ার সাবাহ প্রদেশ থেকে ছেড়ে গিয়েছিল। এর পর থেকেই নৌকাটির হদিস পাওয়া যায়নি।
নৌকাটি সাবাহ প্রদেশের কোতা কিনাবালু শহর থেকে মেনগালুম দ্বীপের দিকে যাচ্ছিল। কিনাবালু প্রদেশ থেকে মেনগালুম দ্বীপের দূরত্ব ৬০ কিলোমিটার।
মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, বাজে আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ওই নৌকাটি থেকে একটি ফোনকলের মাধ্যমে বিপদবার্তা জানানো হয়েছিল । কিন্তু কিছুক্ষণ পরই কলটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ বিষয়ে সাবাহ প্রদেশের পর্যটনমন্ত্রী মাসিদি মানুন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ওই নৌকায় যাঁরা ছিলেন, তাঁদের আত্মীয়দের মতো আমিও আশা করি যেন উদ্ধারকাজ সফল হয়।’
নববর্ষ উদযাপন করতেই চীনা নাগরিকরা মালয়েশিয়া ভ্রমণে গিয়েছিলেন।