ভুয়া ভোটারদের বিষয়ে তদন্ত চান ট্রাম্প

ভুয়া ভোটারদের ব্যাপারে তদন্তের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাধারণ নির্বাচনের সময় লাখ লাখ ভুয়া ভোটার ভোট দিয়েছেন বলে অভিযোগ করেছেন ট্রাম্প।
আজ বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ট্রাম্প পরপর দুটি টুইট করেছেন। প্রথম টুইটে ট্রাম্প বলেছেন, কারা ভুয়া ভোট দিয়েছেন তাঁদের বিষয়ে তদন্ত করা হবে। এমনকি নিবন্ধিত যেসব ভোটার মৃত তাঁদের বিষয়েও তদন্ত করা হবে।
পরের টুইটে ট্রাম্প লিখেছেন, ‘তদন্তের ফলাফলের ওপর নির্ভর করে আমরা ভোটদান পদ্ধতি শক্তিশালী করব।’
গত সোমবার কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠককালে ট্রাম্প ভুয়া ভোটারদের প্রসঙ্গ তোলেন। তিনি অভিযোগ করেন, জনপ্রিয় ভোটে কমপক্ষে ৩০ থেকে ৫০ লাখ অবৈধ ভোট পড়েছে। যার কারণে জনপ্রিয় ভোট প্রভাবিত হয়েছে।
ভুয়া ভোটার নিয়ে ট্রাম্পের করা মন্তব্যের গতকাল মঙ্গলবার জোর প্রতিরোধ করেছেন তাঁর প্রেস সচিব শন স্পাইসার। যদিও ট্রাম্প কিংবা তাঁর প্রতিনিধিরা ভুয়া ভোটের কারণে জনপ্রিয় ভোট প্রভাবিত হয়েছে এমন কোনো তথ্য-প্রমাণ দিতে পারেননি।
অবশ্য এমন মন্তব্যের কারণে ট্রাম্পকে ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এমনকি তাঁর নিজের দলের অনেক নেতাও ট্রাম্পের এ মন্তব্যের সমালোচনা করেছেন। ডেমোক্র্যাটদের অভিযোগ, ভুয়া ভোটার তদন্তে ট্রাম্পের এই উদ্যোগ ডেমোক্র্যাট সমর্থনকারী বৈধ ভোটারদের বাধা দেওয়ার জন্য।
ট্রাম্পের টুইটে ওহাইও অঙ্গরাজ্যের সেক্রেটারি জন হাস্টেড মন্তব্য করে বলেছেন, তাঁর অফিস এরই মধ্যে ভুয়া ভোটারদের বিষয়ে অভিযোগ তদন্ত শুরু করেছে। জন হাস্টেড একজন রিপাবলিকান।