১৫০ বছরের মধ্যে যে বিষয়ে আলাদা ট্রাম্প

বাকি আর দুদিন। এর পরই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। বিভিন্ন আপত্তিকর মন্তব্য আর লাগামছাড়া কথাবার্তা বলে ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্র শাসনের দায়িত্ব নেওয়ার আগেই নিজেকে বেশ আলাদাভাবে মেলে ধরছেন তিনি।
১৫০ বছর পর ট্রাম্পই হতে যাচ্ছেন প্রথম প্রেসিডেন্ট, যাঁর পোষা কোনো প্রাণী নেই। ট্রাম্প পরিবারের কারো পোষ্য কোনো প্রাণী ছিল না কখনো। বিষয়টি এই হবু মার্কিন প্রেসিডেন্টকে একেবারেই আলাদা করে দিচ্ছে অন্যদের চেয়ে।
যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্সিয়াল পেট মিউজিয়াম’ জাদুঘরের প্রতিষ্ঠাতা ক্লেয়ার ম্যাকলেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইতিহাসে এটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবার প্রাণীদের পোষ্য হিসেবে নিলে সাধারণ জনগণ এটা ধারণা করে, তারা (পোষ্য প্রাণী) আমাদের মতোই।’
‘আপনি শিশু ও প্রাপ্তবয়স্ক সবাইকে জাদুঘরে সংরক্ষিত প্রাণীদের অন্য যেকোনো কিছু চেয়ে মার্কিন প্রেসিডেন্টদের চিনতে সাহায্য করবে।’
ব্যক্তিগত ওই জাদুঘরটির মালিক ডেভ বার্কার বলেন, ‘চতুষ্পদ কোনো প্রাণী ছাড়া হোয়াইট হাউস! একেবারেই দুর্লভ ঘটনা।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সব সময়ই কোনো না কোনো পোষা প্রাণী ছিল। ‘বো’ ও ‘সানি’ নামে প্রেসিডেন্ট ওবামার দুটি কুকুর তো যুক্তরাষ্ট্রবাসীর মন জয় করে নিয়েছিল।
এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি স্কটিশ টেরিয়ার কুকুর ছিল। তিনি আদর করে কুকুরটির নাম রেখেছিলেন ‘বার্নি বুশ’। প্রেসিডেন্ট ক্লিনটনের ‘বাডি’ নামে একটি কুকুর ও ‘সকস’ নামে একটি বিড়াল ছিল।
আর যুক্তরাষ্ট্রের ২৭তম প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফট পুষেছিলেন একটি দুগ্ধবতী গাভী।