‘অসম্মান অসম্মানকে ডেকে আনে’

চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের জন্য পুরস্কার প্রদান অনুষ্ঠান গোল্ডেন গ্লোবের ৭৪তম আসরে যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেন বিখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ।
গোল্ডেন গ্লোব আসরের সম্মানজনক পুরস্কার সেসিল বি ডিমিলে পুরস্কার গ্রহণের সময় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ‘অসুস্থ সাংবাদিককে নিয়ে ট্রাম্পের মজা করার বিষয়টি আমাকে হতভম্ব করেছে।’
মেরিল স্ট্রিপ গোল্ডেন গ্লোবের আসরে একটি আবেগঘন বক্তৃতা দেন। সেখানে তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচার চলার সময়ে অনুসরণকারী একজন অসুস্থ সাংবাদিকের প্রতি ট্রাম্পের ‘বিকৃত মজার’ কথা উল্লেখ করেন।
সেসিল বি ডিমিলে পুরস্কার হাতে নিয়ে স্ট্রিপ বলেন, ‘বিদায়ী বছরের একটি বিষয় আমাকে হতভম্ব করে দিয়েছিল। আর সেটি ছিল নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক সার্জ কোভালেস্কিকে নিয়ে ট্রাম্পের মজা করার বিষয়টি।’
এরপর মেরিল স্ট্রিপ আরো বলেন, ‘অসম্মান অসম্মানকে ডেকে আনে। আপনি যখন কাউকে সম্মান করতে জানবেন না, তখন আপনি কারো কাছে সম্মান আশাও করতে পারেন না।’