যুক্তরাষ্ট্রের কালো তালিকায় বিন লাদেনের ছেলে

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের কালো তালিকায় উঠেছে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের নাম।
স্থানীয় সময় বৃহস্পতিবার হামজা বিন লাদেনের নাম যোগ করে নতুন ওই কালো তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই কালো তালিকায় হামজাকে ‘বিশেষভাবে চিহ্নিত আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে মার্কিন নাগরিকদের তাঁর সঙ্গে যেকোনো প্রকার লেনদেন ও যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দেশটিতে হামজার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
যুক্তরাষ্ট্রের দাবি, ২০১১ সালে ওসামা বিন লাদেনকে হত্যার পর থেকেই আল-কায়েদার অন্যতম প্রচারক হিসেবে কাজ করছেন হামজা। ওসামা হত্যার সময় উদ্ধার করা হয় বেশ কিছু চিঠি। এর মধ্যে অনেকগুলোই ছিল হামজার লেখা।
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানিয়েছে, হামজা ওই চিঠিগুলো ওসামাকে লিখেছিলেন ২০০৯ সালে। সে সময় আত্মগোপনে থেকে ওসামার সঙ্গে প্রায় আট বছর দেখা করেননি হামজা। তবে আত্মগোপনে থেকেই ছেলের কাছে বিভিন্ন পরিকল্পনার কথা পাঠাতেন ওসামা। হামজা সে সময় ইরানে গৃহবন্দি অবস্থায় ছিলেন। গৃহবন্দি থাকা ছেলেকে ভবিষ্যৎ আল-কায়েদা নেতা বানানোর তালিম দিচ্ছিলেন ওসামা।
ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল-কায়েদার দায়িত্ব হাতে তুলে নেন মিসরের আয়মান আল-জাওয়াহিরি। কিন্তু সর্বক্ষণই অডিওবার্তার মাধ্যমে সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতেন হামজা।