স্কুলে ফিরছে চীনের হুবেই প্রদেশের শিক্ষার্থীরা

বৈশ্বিক মহামারির রূপ নেওয়া নভেল করোনাভাইরাসের উৎসস্থল বা কেন্দ্রস্থল বলা হয় চীনের হুবেই প্রদেশের উহান শহরকে। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রথমবারের মতো হুবেই প্রদেশে স্কুল খুলতে যাচ্ছে।
নবম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সামনে বড় পরীক্ষা থাকায় আপাতত তারাই স্কুলে ফিরছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের গাওকাও নামে কঠিন পরীক্ষায় বসতে হয়। সে পরীক্ষা সামনে রেখে স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
চীনের অন্য অঞ্চলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা গত মার্চ থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া শুরু করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে খবর, হুবেই প্রদেশে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার আগে করোনাভাইরাসের টেস্ট করা হবে। এ ছাড়া স্কুলের ক্যান্টিনে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।