নতুন বাস্তবতার মুখোমুখি আফগানিস্তান

গভীর উদ্বেগ-উৎকণ্ঠার এক রাত পেরিয়ে আফগানিস্তান আজ সোমবার নতুন বাস্তবতার মুখোমুখি। হাজার হাজার আফগান বাসিন্দা আর বিদেশি নাগরিক কাবুল থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন। আর যাদের সে সুযোগ নেই, তারা তালেবান শাসনের অধীনে নিজেদের মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
আফগানিস্তানে গণতান্ত্রিক সরকারের এমন হঠাৎ পতনে অনেকেই নিজেদের বেদনার কথা প্রকাশ করেছেন।

বিবিসির সংবাদদাতা কাউন খামুশ একটি টুইট বার্তায় লিখেছেন, ‘ভয়ার্ত মুখ, বেপরোয়া তরুণের দল, যাত্রাপথে ভয়াবহ যানজটে আটকে উৎকণ্ঠার সময় পার করা পরিবার—কাবুল যেন এক উদ্বিগ্ন হৃদয়।’
এ ছাড়া অনেক নারী তাঁদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
আফগানিস্তানের একমাত্র আবাসিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাবানা বাসিজ-রাশিখ টুইটারে লিখেছেন, তাঁর হৃদয় আজ ভারাক্রান্ত।
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">My heart is so heavy. It feels like 36 million pounds and then some 😢💔</p>— Shabana Basij-Rasikh (@sbasijrasikh) <a href="https://twitter.com/sbasijrasikh/status/1426736364972822529?ref_src=twsr...">August 15, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
‘যুদ্ধের সমাপ্তি’
আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়ে প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর যুদ্ধ শেষের ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান।
গতকাল রোববার তালেবান যোদ্ধারা কাবুলে ঢোকামাত্রই খবর বের হয়—প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়েছেন। পরে জানা যায়, তিনি তাজিকিস্তান গিয়েছেন। ঘানি বলেছেন, রক্তপাত এড়াতে দেশত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রোববার দুপুরের পর থেকেই কাবুল বিমানবন্দরে দেশত্যাগে ইচ্ছুক শত শত আফগান নাগরিককে অপেক্ষমান দেখা যায়।
যদিও তালেবান বলছে, যুদ্ধ এখানেই শেষ। আফগান সরকারের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্য এবং অতীতে তালেবানবিরোধী নানাবিধ কর্মকাণ্ডে জড়িতরা সঙ্গত কারণেই প্রাণভয়ে দেশত্যাগ করতে চাইছেন।
তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নাইম আলজাজিরা টেলিভিশনকে বলেছেন, ‘আজকের দিনটি আফগানিস্তানের জনগণ ও মুজাহিদদের জন্য মহান একটি দিন। ২০ বছরের ত্যাগ ও প্রচেষ্টার ফল দেখতে পাচ্ছে তারা। আল্লাহকে অশেষ ধন্যবাদ, দেশে যুদ্ধ বন্ধ হয়েছে।’
মোহাম্মদ নাইম বলেন, ‘অচিরেই আফগানিস্তানের নতুন শাসনপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তালেবান কখনোই ঘরের কোণে বন্দি থাকতে চায়নি। আমরা শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কগুলোও বজায় রাখতে চাই।’
নাইম বলেন, ‘আমরা আমাদের দেশ এবং জনগণের স্বাধীনতার জন্য লড়াই করছিলাম, সে লক্ষ্যে পৌঁছে গিয়েছি। আমাদের দেশকে অন্য কোনো পক্ষের বিরুদ্ধে কাউকে ব্যবহার করতে দেব না আমরা। এবং আমরা অন্য কারও ক্ষতিসাধনও করতে চাই না।’