দিল্লিতে কেজরিওয়ালের হ্যাটট্রিক জয়ের আভাস

ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। গতকাল শনিবার সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে গণমাধ্যমের সবকটি বুথফেরত সমীক্ষায় এমন আভাস দেওয়া হয়েছে। ছয়টি বুথফেরত সমীক্ষার গড়ে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরছে আম আদমি পার্টি।
লড়াইয়ে দ্বিতীয় অবস্থান ভারতীয় জনতা পার্টি-বিজেপির। ভোটগ্রহণ শেষে গতকাল সন্ধ্যায় বিজেপির শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর দলের নেত্রী মীনাক্ষী লেখি বলেছেন, বুথফেরত সমীক্ষার অঙ্ক সঠিক নয়। কারণ তথ্য সংগ্রহ করা হয় বিকেল ৪টা বা ৫টা পর্যন্ত। দিল্লিতে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের ভোটাররা দেরি করে কেন্দ্রে এসেছেন এবং সন্ধ্যা পর্যন্ত ভোট দিয়েছেন।
জয়ের পূর্বাভাস দিয়ে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি মনোজ তিওয়ারি। তিনি লিখেছেন, ‘সমস্ত বুথফেরত সমীক্ষা ব্যর্থ হয়ে যাবে। আমার টুইট সেভ করে রাখুন। ৪৮টি আসন পেয়ে দিল্লিতে সরকার গড়বে বিজেপি। দয়া করে অজুহাত খুঁজবেন না, ভোটযন্ত্রের দোষ দেবেন না।’

অন্যদিকে মূল দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের মাঝে অনেকটাই পিছিয়ে কংগ্রেস।
টাইমস নাওয়ের জরিপে বলা হচ্ছে, আম আদমি পেতে পারে ৪৭টি আসন, ২৩টি আসন পেতে পারে বিজেপি।
ইন্ডিয়া টুডের জরিপ বলছে, আম আদমি পার্টি পেতে পারে ৫৯ থেকে ৬৮টি আসন। আর বিজেপি পাবে ২ থেকে ১১টি।
নিউজএক্স ইঙ্গিত দিয়েছে, ৫৩ থেকে ৫৭টি আসন পেতে পারে কেজরিওয়ালের দল। আর ১১ থেকে ১৭টি আসনে জিততে পারে বিজেপি।
তবে বুথ ফেরত জরিপের ফলাফল ভুলও হতে পারে। আগামী মঙ্গলবার সরকারিভাবে ফল ঘোষণা করা হবে।
দিল্লি বিধানসভার নির্বাচনে জয় পেতে হলে প্রয়োজন ৩৬টি আসন। ২০১৫ সালের বিধানসভা ভোটে তিনটি আসন বাদে বাকি ৬৭টি আসনে জয় পেয়েছিল আম আদমি পার্টি।