চীনে ৮ দিনে নির্মিত হাজার শয্যার হাসপাতাল চালু হচ্ছে আজ
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে একটি নতুন হাসপাতাল আজ চালু করছে কর্তৃপক্ষ। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়তে থাকায় দুটি নতুন হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেয় উহান শহরের প্রশাসন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল রোববার জানায়, এক হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতালের নির্মাণকাজ শেষ হয় মাত্র আট দিনে। করোনাভাইরাস মোকাবিলা করতে উহানে দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে হুওশেনশান হাসপাতালটি আজ চালু হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলের প্রতিবেদকরা জানিয়েছেন, সংক্রামক রোগ মোকাবিলায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এমন এক হাজার ৪০০ চীনা সামরিক বাহিনীর মেডিকেল স্টাফ এরই মধ্যে উহান পৌঁছেছেন। তাঁদের নতুন হাসপাতালে মোতায়েন করা হয়েছে।
উহানের লেইশেনশান এলাকায় নির্মিত হচ্ছে বিশেষায়িত আরেকটি হাসপাতাল। আগামী বুধবার হাসপাতালটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা।
করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। এ ছাড়া আজ সোমবার শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৭ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের আশঙ্কায় পর্যবেক্ষণে রয়েছেন দেড় লাখের বেশি মানুষ। মৃত ও আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ভাইরাসটির উৎপত্তিস্থল হিসেবে পরিচিত হুবেই প্রদশের উহান শহরে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার দেশটির রাজধানী ম্যানিলায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই প্রথম প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে মৃত্যুর ঘটনা ঘটল।