চীনে বিক্রয়কেন্দ্র ও কার্যালয় বন্ধ রাখছে অ্যাপল

চীনের মূল ভূখণ্ডে সাময়িকভাবে নিজেদের সব অফিশিয়াল শোরুম ও করপোরেট কার্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। গতকাল শনিবার অ্যাপলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে অ্যাপল জানায়, ‘স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ৯ ফেব্রুয়ারির মধ্যে চীনের মূল ভূখণ্ড থেকে আমরা আমাদের সব করপোরেট কার্যালয়, বিক্রয়কেন্দ্র ও যোগাযোগ কেন্দ্র বন্ধ ঘোষণা করছি।’
অ্যাপলের বেশির ভাগ পণ্যই চীনে প্রস্তুত করা হয়। এদিকে চীনে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করার মধ্যেই এ ভাইরাসে আক্রান্তদের সহায়তার আশ্বাস দিয়েছিলেন অ্যাপলের নির্বাহী কর্মকর্তা টিম কুক।
এরই মধ্যে চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে। এ ছাড়া আজ রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্ত হয়েছেন অন্তত সাড়ে ১৪ হাজার মানুষ। পর্যবেক্ষণে রাখা হয়েছে লাখখানেক চীনা নাগরিককে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
এদিকে, প্রাণঘাতী এ ভাইরাস চীন ছাড়াও ছড়িয়ে পড়েছে অন্তত ২০টিরও বেশি দেশে। এরই মধ্যে বেশ কয়েকটি দেশ জানিয়েছে, চীন ভ্রমণকারী বিদেশিরা সেসব দেশে প্রবেশ করতে পারবেন না। অস্ট্রেলিয়া, জাপান, পাকিস্তান, ইতালি, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর এ পদক্ষেপ নিয়েছে।
এদিকে করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার কারণে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ইউরোপীয় ইউনিয়নের কাছে চিকিৎসা সরঞ্জাম পাঠানোর সহায়তা চেয়েছেন।