‘করোনা চিকিৎসায় ব্যর্থ’ আশা জাগানো রেমডেসিভির

করোনাভাইরাসে আক্রান্তদের জন্য সম্ভাব্য অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালেই ব্যর্থ হয়েছে। এর আগে মনে করা হয়েছিল, করোনায় আক্রান্তদের চিকিৎসায় রেমডেসিভির আশা জাগাবে।
এক চীনা পরীক্ষায় দেখা গেছে, এ ওষুধ করোনা চিকিৎসায় সফল হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক খসড়া প্রতিবেদনে হুট করেই ব্যাপারটি প্রকাশ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, রেমডেসিভির করোনায় আক্রান্ত রোগীদের উন্নতিতে কাজ করেনি এবং রক্তপ্রবাহে প্যাথোজেনের উপস্থিতি হ্রাস করতে পারেনি।
তবে এ ওষুধের পেছনে কাজ করা মার্কিন কোম্পানি গিলিড সায়েন্সেস বলছে, ওষুধটি সম্পর্কে প্রতিবেদনে সঠিকভাবে উঠে আসেনি।
এদিকে, ওষুধটির ব্যর্থতার ব্যাপারে তথ্য দেওয়ার পরই তা সরিয়ে ফেলা হয়। ডব্লিউএইচও বলছে, ভুলবশত ওই খসড়াটি প্রকাশ করা হয়েছিল।
সেখানে জানা যায়, মোট ২৩৭ জনের মধ্যে ওষুধটি পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১৫৮ জনের শরীরে ওষুধটি প্রয়োগ করা হয়। আর বাকি ৭৯ জনকে তা দেওয়া হয়নি। দেখা যায়, ওষুধটি প্রয়োগের মাধ্যমে রোগীর কোনো উন্নতি হচ্ছে না। এ ছাড়া রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া।
যদিও গিলিড সায়েন্সেসের পক্ষ থেকে বলা হয়েছে, ওই খসড়া প্রতিবেদনে ওষুধটি সম্পর্কে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সামান্য পরিসরে পরীক্ষার পরই তা প্রকাশ করা হলে ওষুধটি সম্পর্কে সঠিকভাবে জানা সম্ভব নয় বলেও জানায় প্রতিষ্ঠানটি।