করোনার প্রথম শনাক্তস্থলে ৩২ দিন নতুন সংক্রমণ নেই

চীনের হুবেই প্রদেশে গত বছরের ডিসেম্বরে প্রথম ধরা পড়ে নভেল করোনাভাইরাস। সেখানে গত ৩২ দিনে কোনো মানুষ নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়নি।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, চীন ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার যে চেষ্টা করছে, সেখানে হুবেই প্রদেশে সংক্রমণ না থাকার এ তথ্য বাড়তি প্রণোদনা জোগাবে। পুরো চীনে সর্বশেষ আপডেট অনুযায়ী, মাত্র দুজন নতুন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
যদিও চীনের ঘোষণা করা করোনায় আক্রান্তের সংখ্যার ওপর অনেকেই সন্দেহ প্রকাশ করছে এখন। অনেকে আবার চীন যেভাবে এ মহামারি সামলেছে, সে প্রক্রিয়ায় অসন্তুষ্ট। কিন্তু এখন যে সংখ্যা দেখা যাচ্ছে, তাতে করে বলাই যায় চীন বেশ ভালোভাবে সামলে নিচ্ছে নিজেদের দেশের পরিস্থিতি।