করোনাভাইরাসে আক্রান্ত মায়ের সুস্থ সন্তান প্রসব!

নভেল করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মধ্যে একটি সুখবর জানিয়েছে চীন। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংশিয়াং প্রদশের রাজধানী হারবিনের একটি হাসপাতালে সুস্থ সন্তান প্রসব করেছেন করোনাভাইরাসে আক্রান্ত এক নারী।
বিশেষজ্ঞরা দাবি করছেন, ছোঁয়াচে এই করোনাভাইরাস হাঁচি কাশি থেকে ছড়ায়। তবে চিকিৎসা বিজ্ঞানের তত্ত্বের দাবি ভুল প্রমাণিত করে সুস্থ সন্তানের জন্ম দিয়ে সবাইকে অবাক করে দিলেন ওই মা।
চীনের জাতীয় দৈনিক চায়না ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, হারবিন নগর স্বাস্থ্য কমিশন সোমবার জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি এক অন্তঃসত্ত্বা নারী হারবিনের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ একদল চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি এক সুস্থ সন্তান প্রসব করেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, গত ৩০ জানুয়ারি সন্তানটি প্রসব করেন করোনাভাইরাস আক্রান্ত ওই নারী। বর্তমানে ওই নবজাতক ও মায়ের অবস্থা স্বাভাবিক আছে। নিবিড় পর্যবেক্ষণে রেখে বেশ কয়েদিন নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। দুজনই এখন সুস্থ।