ইরানের বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

ইরানের বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেত। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সঙ্গে সাক্ষাতের সময় এমন ঘোষণা দেন তিনি।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র পৌঁছান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেত। এ সময় দুই পক্ষের মধ্যে ইরানের সম্ভাব্য হুমকি সম্পর্কে আলোচনা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শক্তিশালী সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। এ সময় এই সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয় দুইপক্ষ।
বৈঠকে সিরিয়ার মাটিতে ইরানের উপস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেত। তিনি বলেন, সিরিয়ার মাটিতে ঘাঁটি স্থাপন করতে চাচ্ছে ইরান। কিন্তু কোনোভাবেই এটা করতে দেওয়া হবে না।
বেনেত জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়ে যাবে ইসরায়েল। সিরিয়া থেকে যে করেই হোক বিতাড়িত করা হবে তাদের। ইহুদিদের কল্যাণের জন্য যেভাবেই হোক এটি করা হবে।