আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২০০ ছাড়িয়ে গেছে

এ সপ্তাহের শুরুতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এর ফলে প্রাণহানির সংখ্যা বিবেচনা করে এই ভূমিকম্পকে কয়েক দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে মারাত্মক বলে মনে করা হচ্ছে। খবর এএফপির।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তালেবান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার গভীর রাতে পাকিস্তান সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে ৬ মাত্রার এই ভূমিকম্পে নিহতদের বেশির ভাগই কুনার প্রদেশের। সেখানে দুই হাজার ২০৫ জন মারা গেছে এবং তিন হাজার ৬৪০ জন আহত হয়েছে।
এছাড়াও, প্রতিবেশী প্রদেশ নানগারহার এবং লাঘমানে আরও ১২ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে।
স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এখনো মরদেহ বের করে আনছেন, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ হতাহতের সংখ্যা ঘোষণা করে বলেন, ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর থেকে শত শত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা এখনো চলছে।

পাহাড়ি কুনার প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর সীমিত সুযোগ থাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে দেরি হচ্ছে। বারবার আফটারশকের কারণে পাথর পড়ে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো এমনিতেই সংকীর্ণ।
ইতোমধ্যে বিভিন্ন দেশ ত্রাণ পাঠিয়েছে এবং বৃহস্পতিবার চীন তাঁবু, কম্বল এবং খাদ্যের মতো প্রায় ৭০ লাখ ডলারের জরুরি ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
তবে নুরগাল জেলার শত শত গ্রামবাসী এখনো খোলা আকাশের নিচে আটকা পড়ে আছেন। তারা ধ্বংসস্তূপ থেকে টেনে আনা ত্রিপলের টুকরোগুলির নিচে একাধিক পরিবার গাদাগাদি করে থাকছে এবং কোথায় খাবার পাবে তা নিয়ে অনিশ্চিত হয়ে দিন কাটাচ্ছে।