ইউরোপে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে
ইউরোপে কোভিড ১৯-এ মৃতের সংখ্যা নয় লাখ ছাড়িয়ে গেছে। ছবি : সংগৃহীত
ইউরোপে মঙ্গলবার কোভিড ১৯-এ মৃতের সংখ্যা নয় লাখ ছাড়িয়ে গেছে। বার্তা সংস্থা এএফপির হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
গত বছর চীনের উহানে করোনার সংক্রমণ শুরুর পর থেকে রাশিয়া ও তুরস্কসহ ইউরোপের ৫২টি দেশে মোট নয় লাখ ১৮৫ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে মোট চার কোটি ৮৩ হাজার ৪৩৩ জন।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইউরোপে করোনায় প্রাণহানি সবচেয়ে বেশি। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে করোনায় মারা গেছে সাত লাখ ২১ হাজার ৫৮১ জন, কানাডা ও যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ ৫৮ হাজার ১১০ জন, এশিয়ায় মৃতের সংখ্যা দুই লাখ ৬৩ হাজার ২৫০ জন।
এদিকে ইউরোপে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ ব্রিটেন। দেশটিতে মারা গেছে এক লাখ ২৫ হাজার ৫৮০ জন। আক্রান্ত হয়েছে মোট ৪২ লাখ ৬৩ হাজার ৫২৭ জন।
বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১২ কোটি লোক। মারা গেছে প্রায় ২৬ লাখ ৬০ হাজার লোক।

এনটিভি অনলাইন ডেস্ক