পরিচালক হলেন বুলবুল ও ফাহিম, অপেক্ষা বিসিবি সভাপতির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছে। নানা আলোচনা-সমালোচনার পর সবার কাছে যা অনুমেয় ছিল তেমনটিই হয়েছে নির্বাচনের ফলাফল। সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আবারও যে সভাপতি পদে বসতে যাচ্ছেন সেটি নিয়ে অনেকটা নিশ্চিত ছিল সবাই। এবার সেই পদের কাছে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। ক্যাটাগরি-১ থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম ও নাজমূল আবেদীন ফাহিম।
আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। এরপরই পরিচালক পদের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পরিচালক পদে মনোনয়ন পান আমিনুল ইসলাম বুলবুল ও নাজমূল আবেদীন ফাহিম। তারা দুজনই ১৫টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ক্যাটগরি-১ এর এই বিভাগে আরেকজন প্রার্থী ছিলেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এসএম আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। তবে শেষ মূহর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
উল্লেখ্য, রেদুয়ানের সরে দাঁড়ানোতে ঢাকা বিভাগ থেকে বুলবুল ও ফাহিমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে নির্ধারিত সময়ে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ব্যালট পেপারে নাম থাকে রেদুয়ানের। যে কারণে এই বিভাগেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।