বিসিবি নির্বাচনে ভোট দেওয়া নিয়ে মুখ খুললেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শেষ পর্যন্ত নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এরপরও তাকে নিয়ে আলোচনা থেমে যায়নি। আজ সোমবার (৬ অক্টোবর) বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। গুঞ্জন উঠেছে নির্বাচন বয়কট করলেও ভোট দিতে এসেছিলেন তামিম।
তামিমবিহীন নির্বাচনে তামিমের ভোট দেওয়ার গুঞ্জনে এবার নিজেই মুখ খুললেন এই সাবেক ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তামিম জানিয়েছেন, ভোট দিতে আসেননি তিনি।
সেই স্ট্যাটাসে তামিম বলেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়। আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।’
নির্বাচনের তফসিল ঘোষণার পরে সবাই ভেবেছিলেন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হবে এবার। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বিসিবির এই সর্বশেষ কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়ে সেই আভাসও দিয়েছিলেন। কিন্তু কদিন যেতেই সবকিছুতে আলোচনায় যেন ভাটা পড়ে যায়। অনিয়মের অভিযোগ তুলতে শুরু করেন তামিম। শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
এরপর নির্বাচন পেছানো নিয়ে কয়েক দফা সংবাদ সম্মেলন ও আলোচনা হয়েছে। তবে কোনো কিছুই ফলপ্রসূ হয়নি। তামিম ইকবালসহ ২২ জন প্রার্থীকে ছাড়াই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন।
নির্বাচনে যে আলোচনা কিংবা উন্মাদনা ছিল, সেটি এখন আর পাওয়া যাচ্ছে না। হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে নির্বাচনি মাঠে অলস সময় পার করতেই দেখা গেছে সবাইকে। সেভাবে দেখা মিলেনি ভোটারদের। ফলে নির্বাচনের যে আমেজ সেটি অনেকটাই ছিল অনুপস্থিত।