ভোট দিলেন আমিনুল ইসলাম বুলবুল

নির্বাচন শুরুর আগেই নিশ্চিত হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুল ইসলাম বুলবুলের পরিচালক হওয়া। এবার ভোট দিলেন ঢাকা বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলবে আজ বিকেল ৪টা পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টায় জানানো হবে বোর্ড পরিচালক পদে ভোটের প্রাথমিক ফলাফল। এরপর নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় নির্ধারিত হবেন বিসিবির সভাপতি ও দুই সহসভাপতি, যার আনুষ্ঠানিক ঘোষণা আসবে রাত ৯টায়।
এই নির্বাচনের মাধ্যমে গঠিত হবে ২৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হবেন দুজন, বাকি ২৩ জন নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে।
ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে দুই পরিচালকের বিপরীতে নির্বাচন করছিলেন তিন প্রার্থী। বুলবুলের সঙ্গে ছিলেন নাজমুল আবেদীন ফাহিম ও এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। এই তিনজনের যেকোনো দুজন হতেন পরিচালক।
তবে নির্বাচনের আগের দিন নিশ্চিত হয়ে গেল কারা হচ্ছেন সেই দুজন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন বুলবুল আর ফাহিম। কারণ, অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ এনে গতকাল রোববার (৫ অক্টোবর) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।
শুরুতে নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রে ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি নিজেই ঘোষণা দিয়েছিলেন সভাপতি পদে প্রার্থী হওয়ার। তবে শেষপর্যন্ত তিনি সরে দাঁড়ান, প্রত্যাহার করে নেন নিজের প্রার্থিতা।ফলে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পুনরায় বোর্ডের শীর্ষ পদে আসীন হওয়া এখন শুধুই আনুষ্ঠানিকতার অপেক্ষা।
যদিও নির্বাচনী প্রক্রিয়ায় সরকারের প্রভাব, অনিয়ম এবং স্বচ্ছতার অভাব নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে, তারপরও নির্বাচনটি কার্যত একতরফা বলেই মনে করছেন অনেকেই।