বিসিবি নির্বাচন পেছাতে প্রধান উপদেষ্টার কাছে স্মারক

হাতে ২৪ ঘণ্টার কম সময় বাকি। মিরপুরে বিসিবি কার্যালয়ে ব্যানার, ফেস্টুনে নির্বাচনি আমেজ। একদিকে নির্বাচনের তোড়জোড়, অন্যদিকে নির্বাচন পেছানোর দাবি। আজ রোববার (৫ অক্টোবর) বিসিবি নির্বাচন পেছানোর দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারক দিয়েছেন ক্রিকেট সংগঠকরা।
ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর সংগঠকদের পক্ষ থেকে বিসিবির কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবুর স্বাক্ষরিত একটি স্মারক প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়। স্মারকে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপের ব্যাপারে অভিযোগের পাশাপাশি যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে সমাধান চেয়েও না পাওয়ার বিষয়টি জানানো হয়।
স্মারকে অন্যতম প্রধান বিষয়, নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নতুন সময় অনুযায়ী ভোট করা। নির্বাচন নিয়ে অস্থিরতায় উদ্বিগ্নতার কথা জানান সংগঠকরা। তাদের অনুরোধ রক্ষা না করলে ৭৬টি ক্লাবের বিশাল অংশই ক্রিকেট পরিচালনার আগ্রহ হারাবে বলে উল্লেখ করা হয়।
এদিকে, বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিতই থাকবে বলে আদেশ দিয়েছেন চেম্বার আদালত। একইসঙ্গে ১৫টি ক্লাবের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।