কীভাবে হয় বিসিবি নির্বাচন, কারা ভোট দেন–জেনে নিন খুঁটিনাটি

নানা আলোচনা-সমালোচনা, অভিযোগ পাল্টা অভিযোগ, নির্বাচন বয়কট—এসবের ফাঁকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। আর স্রেফ কয়েক ঘন্টা বাকি নির্বাচনের। এরপরই দেশের ক্রিকেটের দায়িত্ব যাবে নতুন করে নির্বাচিতদের কাছে। বিসিবি নির্বাচন কীভাবে হয়, কারা দেন ভোট আর কয় বছর পর হয় নির্বাচন–এমন প্রশ্ন দোল খেলছে অনেক সমর্থকের মনে। চলুন সেসব প্রশ্নের উত্তর মেলানো যাক…
বিসিবি নির্বাচনের মেয়াদকাল
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন।
কতজন পরিচালক নির্বাচিত হন
বিসিবি নির্বাচনে তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। আর দুজন পরিচালক মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সবমিলিয়ে মোট ২৫ জন পরিচালক থাকেন।
এরমধ্যে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে নির্বাচিত হন ১০ জন পরিচালক। ক্যাটাগরি-২ (ঢাকাভিত্তিক ক্লাব) থেকে নির্বাচিত হন ১২ জন পরিচালক ও ক্যাটাগরি-৩ (অন্যান্য) থেকে নির্বাচিত হন একজন পরিচালক।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্য থেকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা—এই তিনটি বিভাগ থেকে দুজন করে ও রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন।
কোন ক্যাটাগড়িতে কতজন ভোটার
এবারের নির্বাচনে ক্যাটাগরি-১ অর্থাৎ, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ভোটার সংখ্যা ৭১ জন। তাদের ভোটে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক।
ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকা ভিত্তিক ক্লাব থেকে ভোটার সংখ্যা ৭৬ জন। এই বিভাগে ভোটার মূলত নির্বাচনের ঠিক আগের মৌসুমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে খেলা ক্লাবগুলোর প্রতিনিধিরা। এই ক্লাবগুলোর ভোটে বিসিবির মোট ১২ জন পরিচালক নির্বাচিত হন।
ক্যাটাগরি-৩ এ ভোটার সংখ্যা ৪৫ জন। এই ক্যাটগারির ভোটাররা হলেন জাতীয় দলের সাবেক ৫ অধিনায়ক ও সাবেক ১০ ক্রিকেটার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও কয়েকটি সংস্থার প্রতিনিধিরা।
কীভাবে নির্বাচিত হন পরিচালক
ভোটাররা শুধু নির্ধারিত ক্যাটাগরিতেই ভোট দিতে পারেন। অর্থাৎ ক্যাটাগরি-১ এর ভোটাররা শুধু এই ক্যাটাগারিতেই ভোট দিতে পারবেন। বাকি দুই ক্যাটাগরির ভোটারদের জন্যও একই নিয়ম।
তবে ক্যাটাগরি-১ এর ভোট আরও বেশি নির্দিষ্ট। নির্দিষ্ট বিভাগের ভোটাররা শুধু ওই বিভাগের পরিচালক প্রার্থীদেরই ভোট দিতে পারবেন। অর্থাৎ, ঢাকা বিভাগের ভোটাররা অন্য ৭টি বিভাগের প্রার্থীদের ভোট দিতে পারবেন না।
কীভাবে নির্বাচিত হন বিসিবি সভাপতি
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতি নির্বাচন করতে হলে প্রধান শর্ত তাকে আগে পরিচালক হতে হবে। এরপর নির্বাচিত হয়ে আসা ২৩ পরিচালক ও এনএসসি মনোনিত ২ পরিচালকের ভোটে এই ২৫ পরিচালকের মধ্য থেকেই একজন নির্বাচিত হন বিসিবি সভাপতি।
কারা লড়ছেন বিসিবি নির্বাচনে
ক্যাটাগরি-১ থেকে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুইটি বিভাগের পাঁচজন প্রার্থী। রংপুর বিভাগে এক পদের বিপরীতে লড়বেন তিনজন। মো. হাসানুজ্জামান (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা), রেহাতুল ইসলাম খোকা (দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা) ও নূর-এ-শাহাদাৎ স্বজন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা)। আর রাজশাহী বিভাগে এক পদের বিপরীতে লড়বেন দুজন। মুখলেসুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা) ও এসএম শামস মতিন (জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা)।
ক্যাটাগরি-২ থেকে ১২ পরিচালক পদের বিপরীতে লড়বেন ১৪ জন প্রার্থী। তারা হলেন- ইসতিয়াক সাদেক (ধানমণ্ডি স্পোর্টস ক্লাব), আদনান রহমান দীপন (রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব), ফায়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), আবুল বাশার (প্রাইম ধলেশ্বর স্পোটিং ক্লাব), মো. রাকীব উদ্দিন (এইস ওয়ারিয়রস), মো. মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব), মেহরাব আলম চৌধুরী (যাত্রাবাড়ি ক্রীড়া চক্র), আমজাদ হোসেন (ঢাকা স্পারটান্স ক্রিকেট ক্লাব), শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব), একেএম আহসানুর রহমান মল্লিক রনি (ইয়াং পেগাসাস ক্লাব-এ), মো. মোখছেদুল কামাল (গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাব), মোহাম্মদ ফয়জুর রহমান ভুঞা (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব), এম নাজমুল ইসলাম (ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি), ফারুক আহমেদ (রেঞ্জার্স ক্রিকেট একাডেমি)।
ক্যাটাগরি-৩ (অন্যান্য) থেকে একটি পদের বিপরীতে নির্বাচন করছেন দুইজন প্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেবব্রত পাল আর বিসিবি মনোনীত সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা
ক্যাটাগরি-১ এ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫ বিভাগের ৮ জন পরিচালক। শেষ মুহূর্তে ঢাকা বিভাগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জামালপুর ক্রীড়া সংস্থার এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। ফলে এই বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম।
খুলনা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক (খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও জুলফিকার আলী খান (খুলনা জেলা ক্রীড়া সংস্থা)। চট্টগাম বিভাগ থেকে সংগীত শিল্পী আসিফ আকবর (কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা) ও আহসান ইকবাল চৌধুরী (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা)।
অন্যদিকে, সিলেট বিভাগে একটি পদের বিপরীতে একটি মনোনয়নই জমা পড়েছে। ফলে বিনা প্রতিদ্বিন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাহাত শামস (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা)। বরিশাল বিভাগেও একটি মনোনয়ন জমা পড়েছে। এখান থেকে নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন (ভোলা জেলা ক্রীড়া সংস্থা)।