ভারতে খেলতে গিয়ে অসুস্থ চার অস্ট্রেলীয় ক্রিকেটার

ভারতে সিরিজ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অস্ট্রেলিয়া ‘এ’ ক্রিকেট দলের চার সদস্য। পেটের সংক্রমণ নিয়ে অসুস্থ এই চার ক্রিকেটারকে চিকিৎসার জন্য কানপুরের রিজেন্সি হাসপাতালে পাঠানো হয়। অসুস্থ ক্রিকেটারদের মধ্যে দলের মিডিয়াম পেসার হেনরি থনোরটেনের অবস্থা তুলনামূলকভাবে কিছুটা গুরুতর হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার পরে বাকি তিন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে হেনরি থনোরটেনকে পর্যবেক্ষণের জন্য আরও দুদিন হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয়। জানা গেছে, জলবায়ুর পরিবর্তন এবং ‘অতিরিক্ত আমিষ’ জাতীয় খাবার খাওয়ার কারণেই পেটের সংক্রমণ হয়েছে।
এই পরিস্থিতির পর দলীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। ক্রিকেটারদের খাদ্য তালিকায় আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। পুষ্টিকর কিন্তু হালকা খাবার এবং প্রচুর পরিমাণে ফলমূল এখন থেকে ক্রিকেটারদের ডায়েট চার্টে যুক্ত করা হয়েছে।