প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে নোয়াখালী ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন

সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ’-এর জন্য নোয়াখালী ওয়ারিয়র্স টিমের আত্মপ্রকাশ ও খেলোয়াড়দের জার্সি উন্মোচন করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যেই এই দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের গ্র্যান্ড রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দলের আত্মপ্রকাশ ঘটে। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী ওয়ারিয়র্সের স্বত্বাধিকারী শেখ মাসুদ এবং টিম মেন্টর সাইফুল বাপ্পি।
আগামী ১২ সেপ্টেম্বর সৌদি আরবের দীরাব স্টেডিয়ামে ১৬টি দলকে নিয়ে ‘প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ’ শুরু হবে। এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এবং পাকিস্তানি শহীদ খান আফ্রিদি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নোয়াখালী ওয়ারিয়র্সের স্বত্বাধিকারীরা শেখ মাসুদ, টিম মেন্টর সাইফুল বাপ্পি প্রমুখ। বক্তারা বলেন, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে আমাদের এই আয়োজন, আপনারা বাংলাদেশের তথা নোয়াখালীর মানুষ আমাদের সব সময় সাহস যুগিয়ে সহযোগিতা করবেন। আশা করি বাংলাদেশের ১৬টি দলের মধ্যে আমাদের নোয়াখালীর দলটি অত্যন্ত শক্ত দল, অন্যদিকে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে নোয়াখালীর টিম চ্যাম্পিয়ন হয়ে আসবে।