বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং থাকবে : ব্যারিস্টার খোকন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং থাকবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণতন্ত্র রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
নোয়াখালীর চাটখিল উপজেলা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে খোকন এসব কথা বলেন।
নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার খোকন।
ব্যারিস্টার খোকন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। কিন্তু আমরা লক্ষ্য করছি, একটি বিশেষ মহল নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের কৌশল নিচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে এবং তাদের প্রতিহত করতে হবে।
খোকন আরও বলেন, নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়। যদি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়, তবে জনগণ নিশ্চিন্তে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। কিন্তু যদি কোনো গোষ্ঠী নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে চাটখিল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ব্যারিস্টার খোকনের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে চাটখিল বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।