১৭ বছরে অধিনায়ক হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন জ্যাক

২০১৯ সালে আইসিসি সহযোগী দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দিয়েছে। এরপর থেকে ক্রিকেটের এই সংস্করণের রেকর্ডগুলো মনে রাখাই কষ্ট হয়ে যাচ্ছে। নিয়মিতই চলছে রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলা। খেলায় এবার নতুন নাম জ্যাক ভুকুসিচ। বয়স ১৮ পার হওয়ার আগেই জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন। এতেই গড়েছেন বিশ্ব রেকর্ড।
গতকাল বৃহস্পতিবার সাইপ্রাসের সঙ্গে দুটি ম্যাচ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ক্রোয়েশিয়া। এই সিরিজে ক্রোয়েশিয়ার নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় জ্যাক ভুকুসিচকে। ম্যাচের দিন (৭ আগস্ট) জ্যাকের বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তিনিই এখন সবচেয়ে কম বয়সী অধিনায়ক। যদিও অধিনায়ক হিসেবে অভিষেকটা ভালো হয়নি জ্যাকের। ঘরের মাটিতে সাইপ্রাসের বিপক্ষে দুটি ম্যাচেই হেরেছে তার দল।
ক্রোয়াট অধিনায়ক জ্যাকের আগে এই রেকর্ডটা ছিল ফ্রান্সের অধিনায়ক নোমান আমজাদের। ২০২২ সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি। সেই বছরের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৮ বছর ২৪ দিন বয়সে ফ্রান্সকে নেতৃত্ব দেন তিনি।
সবচেয়ে কম বয়সে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কীর্তি আছে আফগানিস্তানের তারকা রশিদ খানের। আফগানিস্তান অবশ্য তখন সহযোগী দেশই ছিল। ১৯ বছর ১৬৫ দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অধিনায়কত্ব করেছিলেন রশিদ। এক বছর পরই সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়কের রেকর্ড গড়েন রশিদ। এই রেকর্ডে আবার জড়িয়ে আছে বাংলাদেশের নামও। ২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ২০ বছর ৩৫০ দিন বয়সে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আফগান এই স্পিনার।