সিরিজ নিশ্চিতের ম্যাচে আফগানদের অল্পতে থামাল বাংলাদেশ

বাংলাদেশের বোলাররা আবারও দিয়েছেন সামর্থ্যের প্রমাণ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে মোটামুটি সংগ্রহে আটকে রেখেছেন বোলাররা। আজ শুক্রবারের (৩ অক্টোবর) ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিত করার। প্রথম ম্যাচ জেতায় এগিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। আফগানদের সামনে হারার সুযোগ নেই। হারলেই সিরিজ হাতছাড়া। এমন ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান তুলেছে আফগানিস্তান।
টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক। ব্যাট হাতে শুরুটা ভালো করেন দুই ওপেনার সেদিকউল্লাহ অতল ও ইব্রাহিম জাদরান। ৭.৫ ওভারে আসে ৫৫ রান। ১৯ বলে ২৩ রান করা অতলকে বিদায় করে জুটি ভাঙেন রিশাদ হোসেন। আরেক ওপেনার জাদরানের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৩৮ রান। তিনি শিকার হন নাসুম আহমেদের।
জাদরানের পরপর বিদায় নেন ওয়াফিউল্লাহ তারাখিল। এক রান করে রিশাদের শিকার হন তিনি। দ্রুত তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে যায় আফগানরা। বাংলাদেশ নেয় ম্যাচের নিয়ন্ত্রণ। উইকেট থাকলেও শরিফুল ইসলাম-নাসুম আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানরা বেশিদূর যেতে পারেনি।শরিফুলের বলে বোল্ড হওয়ার আগে ২২ বলে ৩০ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। শেষ দিকে মোহাম্মদ নবীর ১২ বলে অপরাজিত ২০ এবং আজমতদউল্লাহ ওমরজাইয়ের ১৭ বলে ১৯ রানে আফগানরা পায় মাঝারি পুঁজি।
বাংলাদেশের পক্ষে নাসুম ও রিশাদ দুটি করে এবং শরিফুল পান এক উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ২০ ওভারে ১৪৭/৫ (অতল ২৩, জাদরান ৩৮, গুরবাজ ৩০, তারাখিল ১, রাসুলি ১৪, ওমরজাই ১৯*, নবী ২০*; শরিফুল ৪-০-১৩-১, নাসুম ৪-০-২৫-২, সাইফউদ্দিন ৪-০-২২-০, মুস্তাফিজ ৪-০-৪০-০, রিশাদ ৪-০-৪৫-২)।