আফগানিস্তানের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপ মিশন শেষ করে বাংলাদেশ দল দেশে ফেরেনি। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ বৃহস্পতিবার (২ অক্টোবর)। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।
টি-টোয়েন্টি দুদল সর্বশেষ মুখোমুখি হয়েছে এশিয়া কাপে। গত ১৬ সেপ্টেম্বরের ম্যাচটিতে শেষ হাসি বাংলাদেশের। উত্তেজনায় ঠাসা ম্যাচে বাংলাদেশ তুলে নেয় ৮ রানের জয়। শেষ পাঁচ দেখায় অবশ্য আফগানরা জিতেছে দুই ম্যাচ।
ম্যাচের আগেরদিন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী বলেন, ‘নির্দিষ্ট দিনে ভালো করতে হবে। মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে যেন ভালো করতে পারি। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের জন্যই ভুগতে হয়েছে। এখানে তাই ব্যাটিংয়ের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ থাকবে।’
আফগান অধিনায়ক রশিদ বলেন, ‘আমরা এখানে মজা করতে আসিনি। বিশ্বকাপের আগে আমরা ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠতে চাই।’