এনসিএলে বোলারদের দাপট, ব্যর্থ শান্ত-সাব্বিররা

সিলেটে এনসিএল টি-টোয়েন্টিতে দেখা গেল বোলারদের দাপট। অলরাউন্ডার আলাউদ্দিন বাবু ফাইফার তুলে নিয়ে তার দলকে এনে দিলেন বড় জয়। দিনের আরেক ম্যাচে ভেলকি দেখালেন স্পিনার মোহাম্মদ রুবেল। তার স্পিন ঘুর্ণিতে পরাস্ত হলেন রাজশাহীর ব্যাটাররা। চট্টগ্রাম বিভাগও তুলে নিল জয়।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সিলেটে প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে মাত্র ১০৬ রান তুলতেই গুটিয়ে যায় বরিশাল বিভাগ। জবাবে ১৩.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর বিভাগ। জয় পায় ৬ উইকেটে। দিনের আরেক ম্যাচে, প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে চট্টগ্রাম। সেই রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পারে রাজশাহী। ৩০ রানের জয় পায় চট্টগ্রাম।
সিলেটে ষষ্ঠ বোলার হিসেবে আলাউদ্দিন বাবু যখন বোলিংয়ে এলেন ততক্ষণে ইনিংসের অর্ধেকেরও বেশি শেষ। ১৩ ওভারে ৫ উইকেট হারিয়েছে বরিশাল। তবে এর পরের সবটুকু করলেন বাবু নিজেই। পরের পাঁচ উইকেট তিনি একাই তুলে নিয়েছেন। ১৬ রান খরচে ধরেন পাঁচ শিকার। ক্যারিয়ারের প্রথম ফাইফার পেলেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।
এমন বোলিংয়ের পরে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে জাহিদুজ্জামানের ব্যাট থেকে। এই দুজনের বাইরে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর মাত্র দুইজন— রাফসান আল মাহমুদ (১৯) ও সোহাগ গাজী (১৩)।
রান তাড়ায় নেমে অনিক সরকারের ঝড়ো হাফসেঞ্চুরিতে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। ৩৫ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়াও আব্দুল্লাহ আল মামুন ১৮ বলে ২৪ ও অধিনায়ক আকবর আলী ১৫ বলে ১৭ রান করেন।
বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের এটি তিন ম্যাচে প্রথম জয়, সমান ম্যাচে বরিশালের জয় এখনো অধরা।
সিলেটে দিনের আরেক ম্যাচে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম বিভাগ। এরপর ঘুরে দাঁড়িয়ে মুমিনুল হক আর শাহাদত হোসেন দিপুর জুটিতে দেড়শ ছাড়ানো পুঁজি পায় চট্টগ্রাম। মুমিনুল ৩৭ বলে ৪৫ আর দিপু ৩৩ বলে ৪৫ রান করেন।
এই দুজনের বাইরে অবশ্য আর সেভাবে কেউ রান করতে পারেননি। দুই অঙ্ক পেরোতে পেরেছিলেন কেবল ইরফান শুক্কুর (১৪ বলে ১৬) আর নাঈম হাসান (১০ বলে ১৩)। চট্টগ্রাম স্কোরবোর্ডে দাঁড় করায় ১৫৫ রান।
রান তাড়ায় নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের তোপের মুখে পড়ে রাজশাহী। বিশেষ করে স্পিনার মোহাম্মদ রুবেলের। তার হিসেবি বোলিংয়ে সুবিধা করতে পারেননি হাবিবুর রহমান-প্রিতম কুমার-সাব্বির হোসেনরা।
ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি রাজশাহীর কোনো ব্যাটাররা। নাজমুল হোসেন শান্ত (২১ বলে ২১), সাব্বির রহমানও (৩ বলে ৩) ব্যর্থ হয়েছেন দলের দায়িত্ব নিতে। এতে ১২৫ রানেই থামে রাজশাহীর ইনিংস। রংপুর জয় পায় ৩০ রানে। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রুবেল।